জুন ২১, ২০২২
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় জেলে আটক
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবনে তিন মাস পাস পারমিট বন্ধ থাকায় পেটের দায়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বন বিভাগের কাছে আটক হয়েছে এক জেলে। আটককৃত জেলে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের সিরাজুল ঢালীর ছেলে তাইজুল ইসলাম (৩২)। মঙ্গলবার (২১ জুন) রাতে বনবিভাগের সদস্যরা তাকে আটক করে সকাল ৮টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮-১০ কেজি চিংড়ি মাছ ও একটি বিষের বোতলসহ আটককৃত তাইজুল ইসলামকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে। আটককৃত জেলে তাইজুল ইসলাম জানান, পেটের দ্বায়ে মাছ মারতে গেলে আমাকে আটক করেছে। কিন্তু আমরা খালে বিষ মারিনি। বিষের বোতল কলাগাছিয়ার ওসি সাহেব আমার কাছে দিছে। আমার কাছে বা নৌকায় কোনো বিষের বোতল ছিলো না। এই বিষয়ে কলাগাছিয়া ইকো ট্যুরিজম ক্যাম্প ইনচার্জ মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো তথ্য দিতে রাজি হননি। এদিকে বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে আটক তাইজুল ইসলামের জবানবন্দী ভিডিও ধারণ করে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে তাইজুল বলতে শোনা গেছে বিষের বোতল তার কাছে বা নৌকায় ছিলো না। এ বিষয়ে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম হাসান বলেন, ‘বিষসহ তাকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে। তবে তার কাছে বিষ দিয়ে ধরিয়ে দিয়েছে বিষয়টা সম্পর্ণ মিথ্যা’। 8,600,284 total views, 8,163 views today |
|
|
|