জুন ৭, ২০২২
শ্যামনগর ইউপি ৩ চৌকিদারের বিরুদ্ধে মামলা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি: শ্যামনগর সদর ইউনিয়নের ৩ চৌকিদারসহ ৫ জনের বিরুদ্ধে অনাধিকার প্রবেশ করতঃ মারপিটের ঘটনায় মামলা হয়েছে।শ্যামনগর থানায় মামলা নং ৮।মামলাটি দায়ের করেন -বাদঘাটা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র আব্দুল হাকিম। মামলা সূত্রে প্রকাশ, ৩ নং ওয়ার্ডের গ্রামপুলিশ শুকুর আলী, ৪ নং ওয়ার্ডের গ্রামপুলিশ রুহুল আমিন ও ৭ নং ওয়ার্ডের গ্রামপুলিশ শেফালী পারভীন ইউনিয়নের প্রত্যেকটি জনপদে যেয়ে আইন কানুন উপেক্ষা করে তাদের ইচ্ছা খেয়াল খুশিমতো কাজ করে আসছে। গত ৫ জুন (রবিবার) সকাল ৯ টার দিকে তারাসহ লাভলু,লাইলী বেগম মনু খাঁ দুর্দান্ত ও দুর্র্ধষ প্রকৃতির আকার ধারন করে বাদঘাটা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র আব্দুল হাকিম সরদারের বিল্ডিং বাড়ির পশ্চিম পার্শ্বে তার সীমানার এলবেস্টার, বাঁশেল বেড়া ও পায়েলিং ভেঙ্গেচুরে নষ্ট করে। পাশ্ববর্তী অবসরপ্রাপ্ত সেনা সদস্য জি এম লুৎফার রহমান তার আত্মীয়তার সুযোগে আব্দুল হাকিমের বাড়ীতে গেলে তাকেও মারধরও করে বাম পা ভেংগে দেয়।। ঘটনাস্থলে মহিলা সদস্যা দেলোয়ারা বেগম পোঁছালে গ্রাম পুলিশদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা তার উপর চড়াও হয়েও অবান্তর কথাবার্তা বলে। গ্রামপুলিশদের আচার আচারণে ইউপি সদস্য, সদস্যাগন মানুষের সমালোচনার সম্মুখীন। তাদের কর্মকান্ডে প্রত্যেকটি ওয়ার্ডের সাধারন মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায়না। এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, তদন্ত সাপেক্ষে আসামীদের আটক করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে। 8,602,328 total views, 10,207 views today |
|
|
|