Site icon suprovatsatkhira.com

মুন্সীগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বিআরটিসির সাথে ধাক্কা: আহত ২

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন বিজিবি ক্যাম্পের সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩জুন) দুপুর ২টার এই ঘটনা ঘটে। এসময় আশেপাশে থাকা লোকজন দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতরা হলেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে জুলফিকার আলী জুলু (৪৭), তার ছেলে চয়ন (১৫) ও অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা ও বিআরটিসি কাউন্টার মাস্টার আবুল হোসেন জানান, মুন্সিগঞ্জ স্ট্যান্ডের দিক থেকে শ্যামনগর অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কারের সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের পেছনের চাকায় ধাক্কা মারে। প্রাইভেটকারটি ধাক্কায় বিআরটিসি বাসের পিছনের চাকাও বাস্ট হয়ে যায় এসময় বিকট শব্দে দ্রæত ঘটনাস্থলে চলে আসে। অপর পথচারী মনির জানান, দ্রæত গতিসম্পন্ন গাড়িটি হঠাৎ বিআরটিসি বাসে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শী আঃ সাত্তার সানা বলেন, বিকট শব্দ শুনে দ্রæত ঘটনাস্থল থেকে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাই। স্থানীয় ডাঃ দেবব্রত কুমার সরকার বলেন, চালক জুলুর মাথার সামনে ও পিছনে ক্ষত হয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version