Site icon suprovatsatkhira.com

প্রিয় নবী ও ইসলামের নামে কূটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মা ও দলটির আরেক নেতা নবীন কুমার জিন্দালের বিতর্কিত মন্তেব্যের জেরে কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিনী জনতা এর আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে সামাদ স্মৃতি মাঠে হাজির হতে থাকে।

এরপর প্রতিবাদ সমাবেশে পীরে কামেল আল্লামা মোহাম্মাদ অজিহুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি সাজেদুর রহমান, মাওলানা মোহাম্মাদ আনিছুর রহমান, মাওলানা আইনুল ইসলাম, আজিজুল ইসলাম, সাইদুল ইসলাম, মাওলানা মোহাম্মাদ আনিছুর রহমান, মুফতি মোহাম্মাদ আব্দুর রহমান, রহমত আলী, আকরাম হোসেন, ক্বারী মারুফ বিল্লাহ, তাওহিদুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী, হাফিজুর রহমান, লুৎফর রহমান, শহিদুর রহমান, মাস্টার মোহাম্মদ এমদাদ, মোহাম্মদ শাহাজান, মাস্টার আব্দুল আজিজ, মুফতি জিয়াউর রহমান, হাফেজ আব্দুল গফুর, মাওলানা মোহাম্মদ জামিনুর রহমান, মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতি মোহাম্মদ হাফিজু রহমান, জামিনুর রহমান প্রমুখ। বক্তারা নবী ও ইসলামের নামে কূটক্তিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত: ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।
তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভও করেন। আর এর রেশ ভারতের গÐি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।
অবশ্য এরপরই অনেকটা নড়েচড়ে বসে বিজেপি। পরিস্থিতি বিবেচনায় বিজেপি অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করে। পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন।

অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ের মতো দেশের ভেতরেও বিরোধী দলগুলোর তীব্র চাপের মুখে পড়েছে ভারতের বিজেপি সরকার। দেশটির বিরোধী দলগুলো বিজেপির অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ আরও বাড়ানোর পাশাপাশি কট্টর হিন্দুত্ববাদী এই দলটিকে আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version