জুন ৫, ২০২২
নানা কর্মসূচির মধ্য দিয়ে তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি : ‘একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ ¯েøাগানকে সামনে রেখে তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকালে তালায় উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহোযোগিতায় বৃক্ষ রোপণ, বৃক্ষ উপহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এস. এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় তালা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় আরও বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলি, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস, আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এস, এম, নাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ কর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কপোতাক্ষ নদের তীরে কেওড়া ও গোলপাতার বৃক্ষ রোপণের উদ্বোধন করেন। 8,582,321 total views, 10,091 views today |
|
|
|