Site icon suprovatsatkhira.com

জেলা পরিষদের উদ্যোগে ২২১টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ২০২১ – ২০২২ অর্থ বছরের গৃহীত প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, জেলা পরিষদের সাবেক সদস্য মীর জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান। জেলার ২২১টি প্রতিষ্ঠানের মাঝে ১ কোটি ৬ লক্ষ ৫১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ,স্কুল-কলেজ ,শ্মশান, মন্দির ও সামাজিক সংগঠনের মাঝে এ চেক বিতরণ করা হয়। এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version