জুন ২৫, ২০২২
জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৩: সঠিক বিচারের দাবি!
নিজস্ব প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে দুই বৃদ্ধা সহ তিনজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার সকালে এ হামলা ও মারপিটের ঘটনাটি নলতা ইউনিয়নের ইন্দ্রোনগর গ্রামে ঘটে। আহতরা হলেন ইন্দ্রনগর গ্রামের মৃত মোকাম আলী সরদারের ছেলে আবু বকর সরদার (৪৮), তার বৃদ্ধা মা আমেনা খাতুন (৭৫) ও চাচী রিজিয়া খাতুন (৬৮)। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জমির মালিক জহুর আলী জানান, ইন্দ্রোনগর মৌজায় জেএল-১৮৬, ডিএসে উল্লেখিত ৭৭শতক জমির মধ্যে তাদের মালিকানাধীন এসএ বুনিয়াদের ৫৫ শতক জমি রয়েছে। যার আরএস ২৬১ নং খতিয়ানে ১০৮৫ দাগে আমাদের ৮ শতক জমির মধ্যে পূর্বপুরুষের কবরস্থান আছে। আমার চাচাতো ভাই ফজর আলী সরদারের ২ ছেলে আফসার সরদার ও আমানউল্লাহ ওই কবরস্থান তাদের দখলে নিতে চান। এ নিয়ে তারা ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু চেয়ারম্যানের বিচারে আরএস অনুযায়ী ঐ জমি আমাদের পাওনা হয়। এতে আমাদের প্রতিপক্ষরা ঐ জমি তাদের দাবি করলে চেয়ারম্যান অসুস্থ থাকায় ৩ ওয়ার্ডের মেম্বরদের সমন্বয়ে সমাধানের দায়িত্ব দেন। পরে আমাদের প্রতিপক্ষের দাবি করা জমি ছাড়াও তাদের দখলে থাকা ১৪ শতক জমির মধ্যে আমাদের আরো কিছু জমি পাওনা হয়। কিন্তু আমাদের বিরোধী পক্ষ বিচার না মানায় কোন সমাধান হয়নি। সেই সময় চেয়ারম্যান সাহেব অসুস্থতার জন্য দেশের বাহিরে থাকায় পূর্ণাঙ্গ রায় আসেনি। এরমধ্যে গত ২০ জুন সকাল ১০টার দিকে আফসার ও আমানউল্লাহ দলবল নিয়ে ওই বাঁশ বাগান ও কবরস্থানের দখল নিতে গেলে বাঁধা দেন আবু বকর সরদার। এসময় অভিযুক্ত আফসার আলী ও আমান উল্লাহ সহ তাদের সাঙ্গপাঙ্গরা আবু বকরকে বেঁধড়ক পিটিয়ে জখম করে। একপর্যায়ে আবু বকরকে বাঁচাতে তার বৃদ্ধা মা আমেনা খাতুন (৭৫) ও চাচী রিজিয়া খাতুন (৬৮) ছুটে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে এঘটনা কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষরা ঘটনাটি ভিন্নখাতে নিতে দৌড় ঝাঁপ চালিয়ে যাচ্ছে। এমনকি তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি নিয়ে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এঘটনায় আহত আবু বকরের অপর চাচতো ভাই আজিজুল সরদার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 8,591,644 total views, 8,330 views today |
|
|
|