জুন ১৪, ২০২২
জনশুমারি ও গৃহ গনণাকারীকে নির্ভুল তথ্য দিয়ে সহযোগীতা করুন ---------------------------------জেলা প্রশাসক হুমায়ুন কবির
কলারোয়া প্রতিনিধি : আজ ১৫ জুন থেকে সারা দেশের ন্যায় সাতক্ষীরার প্রতিটি উপজেলায় শুরু হয়েছে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’। সপ্তাহব্যাপী ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রম আগামী ২১ জুন শেষ হবে। এ শুমারি শুরুর আগে ১৪ জুন রাত ১২টা’কে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে হচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনায় এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে। জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সাতক্ষীরা জেলাতে যারা কাজ করেছে তাদের কাছে কোন তথ্য গোপন না করে তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান করেছে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০ম বছর পূর্তি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুমায়ুন এসব কথা বলেন। এর আগে উপজেলা হলরুম প্রাঙ্গণে কলারোয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগের তত্ত¡াবধানে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির জনশুমারি ও গৃহ গনণার প্রচার প্রচারণার লিফলেট বিতরণ করেন। কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক। কলেজের প্রভাষক ডাক্তার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (আশাশুনি অঞ্চল) শেখ ফারুক হোসেন, কলারোয়া পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান এমএ কালাম, কাজীরহাট কলেজের প্রভাষক আশিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা ডেপুটি কমিশনার ডিসি মোহাম্মদ হুমায়ুন কবীরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকাল ১০টার সময় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। উপজেলা সিনিয়র সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কলারোয়া উপজেলা মুক্তিযোদ্বা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। কর্মশালায় অংশ গ্রহণকারিদেরকে দশটি গ্রæপে ভাগ করে প্রত্যেকটি গ্রুপে নারীর ক্ষমতায়ন বিষয়ে উপস্থাপন করা হয়। এ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার আই সিটি মোঃ মোতাহার হোসেন, ভূমি অফিসের কর্মকর্তা আঃ হাকিম, পল্লী বিদ্যুতে সমিতির ডিজিএম তুষার কান্তি মন্ডল, বিআরডিবি কর্মকর্তা এম এ সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ হালিম খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ জিয়াউল হক সহকারী উদ্ধিদ সংরক্ষণ কর্মকর্তা কলারোয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নূরে আলম নাহিদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃআরিফুল হক, কলারোয়া সরকারি হাসপাতালের ডাঃ মাকসুদর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ অমল কুমার, প্রকৌশলী মোঃ নাজিমুল ইসলাম, প্রফেসার আবু নসর, কলারোয়া থানার তদন্ত ওসি হাফিজুর রহমান হাফিজ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি প্রমুখ। 8,583,293 total views, 11,063 views today |
|
|
|