Site icon suprovatsatkhira.com

খাজরায় এমপি রুহুল হকের বিশেষ বরাদ্দের কাঁচা রাস্তা সংস্কার

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে সাতক্ষীরা -৩ আসনের এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হকের বিশেষ বরাদ্দের আওতায় ২য় ধাপে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এর ফলে প্রত্যান্ত গ্রামীণ এ জনপদে বর্ষা মৌসুমে বন্যার পানি থেকে মৎস্য চাষিরা মাছ চাষ অনেকটা ঝুকিমুক্ত হবে বলে এলাকাবাসী জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি কালভার্ট হতে কালকীর ¯øুইজগেট মেইন রাস্তা পর্যন্ত প্রায় ফুট রাস্তা সংস্কারের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। অন্য দিকে গৎয়াকাটি গ্রামের কালভার্ট থেকে দোকান পর্যন্ত ইটের সোলিং নির্মাণ কাজ শুরু হয়েছে। এ রাস্তা গুলো প্রতি বছর চেউটিয়া জলমহালের ভেড়িবাধ হওয়ায় বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে ওভার ফ্লু হয়ে লোনা পানি কৃষকের ক্ষেতে ও মৎস্য ঘেরে প্রবেশ করে অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাগুলো টেকসই ভাবে সংস্কার হলে স্থানীয়রা এ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
৩নং ওয়ার্ডের ইউপি হাসমত ঢালী জানান,বর্ষা মৌসুমে চেউটিয়া জলমহালের লোনা পানি যাতে ওভার ফ্লু হয়ে রাউতাড়া বিলের মৎস্য ঘের গুলোতে প্রবেশ করতে না পারে সে জন্য খাজরা ইউপি চেয়ারম্যান এমপি বরাদ্দের বিশেষ কোটায় গৎুয়াকাটি কালভার্ট থেকে কালকীর ¯øুইচ গেট পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

এছাড়া আরও খোঁজ নিয়ে জানা যায়,গৎুয়াকাটি হতে কালভার্ট পর্যন্ত কাঁচা রাস্তাটি পুরাতন রাস্তার সাথে ১২ ফুট প্রসস্ত ও ২ফুট উচ্চতা হবে। ২৮শ ফুট কাঁচা রাস্তা সংস্কার করা হবে। পাশাপাশি কালভার্ট হতে গজুয়াকাটি প্রাইমারি স্কুলগামী কাঁচা রাস্তাটি ইটের সোলিং দ্বারা নির্মাণ করা হচ্ছে। ইটের সোলিংয়ে ৫০ভাগ কাজ শেষ হয়েছে।
এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম জানান, ২০২১-২২ অর্থ বছরে সাতক্ষীরা-৩ আসনের মাননীয় এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হকের বিশেষ বরাদ্দ থেকে এ কাঁচা রাস্তা গুলো সংস্কার করা হচ্ছে। তিনি আরও জানান, এলাকার সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প যথাযথ বাস্তবায়ন করা হবে। বিবিজি প্রকল্পের মাধ্যমে খুব শিঘ্রই কিছু পাকা রাস্তা সংস্কার ও নতুন রাস্তা ইটের সোলিংকরন করা হবে।
স্থানীয়দের দাবি,এসব কাঁচা রাস্তা গুলো সংস্কারের পাশাপাশি ইটের সোলিংকরন করা হলে কৃষি পণ্য সরবরাহ,উৎপাদিত মৎস্য বাজারজাতকরনে এ অঞ্চলের মানুষের অনেক উপকার হবে। তারা রাস্তাগুলো সংস্কারের পাশাপাশি ইটের সোলিংকরনের জন্য আশাশুনি উপজেলা প্রশাসন,পিআইও,ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষ করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version