জুন ২৪, ২০২২
খাজরায় এমপি রুহুল হকের বিশেষ বরাদ্দের কাঁচা রাস্তা সংস্কার
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে সাতক্ষীরা -৩ আসনের এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হকের বিশেষ বরাদ্দের আওতায় ২য় ধাপে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এর ফলে প্রত্যান্ত গ্রামীণ এ জনপদে বর্ষা মৌসুমে বন্যার পানি থেকে মৎস্য চাষিরা মাছ চাষ অনেকটা ঝুকিমুক্ত হবে বলে এলাকাবাসী জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুন) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি কালভার্ট হতে কালকীর ¯øুইজগেট মেইন রাস্তা পর্যন্ত প্রায় ফুট রাস্তা সংস্কারের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। অন্য দিকে গৎয়াকাটি গ্রামের কালভার্ট থেকে দোকান পর্যন্ত ইটের সোলিং নির্মাণ কাজ শুরু হয়েছে। এ রাস্তা গুলো প্রতি বছর চেউটিয়া জলমহালের ভেড়িবাধ হওয়ায় বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে ওভার ফ্লু হয়ে লোনা পানি কৃষকের ক্ষেতে ও মৎস্য ঘেরে প্রবেশ করে অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাগুলো টেকসই ভাবে সংস্কার হলে স্থানীয়রা এ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
এছাড়া আরও খোঁজ নিয়ে জানা যায়,গৎুয়াকাটি হতে কালভার্ট পর্যন্ত কাঁচা রাস্তাটি পুরাতন রাস্তার সাথে ১২ ফুট প্রসস্ত ও ২ফুট উচ্চতা হবে। ২৮শ ফুট কাঁচা রাস্তা সংস্কার করা হবে। পাশাপাশি কালভার্ট হতে গজুয়াকাটি প্রাইমারি স্কুলগামী কাঁচা রাস্তাটি ইটের সোলিং দ্বারা নির্মাণ করা হচ্ছে। ইটের সোলিংয়ে ৫০ভাগ কাজ শেষ হয়েছে। 8,606,605 total views, 14,484 views today |
|
|
|