জুন ২৭, ২০২২
খাজরায় উন্নয়ন প্রচেষ্টার সেলাই প্রশিক্ষণ পরিদর্শন
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে বে-সরকারি উন্নয়ন সংস্থা ও ঋণ বিতরণ সংস্থার মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উন্নয়ন প্রচেষ্টার অফিস সূত্রে জানা যায়,পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় উন্নয়ন প্রচেষ্টার খাজরা ইউনিয়ন শাখার ২৫টি গ্রæপ থেকে ২৫জন স্বল্প আয়ের কর্মজীবি মহিলাদের অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়ন মূলক সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ইইউ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে এ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলছে। পরিদর্শনকালে সাবেক ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীন মোড়ল,প্রসপারিটি প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ন কবির,মহিবুল্লাহ ফকির,খাজরা শাখার শাখা ব্যবস্থাপক বিষ্ণুপদ পাল,প্রশিক্ষক নির্মল মন্ডল ও রঞ্জন মন্ডল পরিদর্শনে অংশ গ্রহণ করেন। মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণে আধুনিক স্যালোয়ার কামিজ,প্যান্ট,শার্টসহ যাতবীয় পোশক তৈরীর কাজ নারীরা সহজে শিখতে পারছে বলে একাধিক সদস্য জানান। তারা আরও জানান,প্রশিক্ষণ শুরুতেই তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন সংস্থা থেকে দেওয়া হয়েছে। 8,605,701 total views, 13,580 views today |
|
|
|