জুন ৮, ২০২২
কেশবপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭২ কোটি ০৫ লাখ ৮৭ হাজার টাকা এবং উদ্বুত্ত তহবিল দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪ শত ৩২ টাকা। পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন,কেশবপুর প্রেসকøাব সভাপতি আশরাফ-উজ-জামান খান, হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্যানেল মেয়র-২ শেখ আতিয়ার রহমান, প্যানেল মেয়র-৩ খাদিজা খাতুন, কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, মশিয়ার রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম মোড়ল, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ। 8,547,473 total views, 14,805 views today |
|
|
|