Site icon suprovatsatkhira.com

কেশবপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

একে আজাদ ইকতিয়ার,কেশবপুর: কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা হংসপতি বিশ্বাস।

বক্তক্য দেন কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আহসান উল্লাহ, শিক্ষক নাসরিন সুলতানা লিপি, জোসনা সরদার, বিআরডিবির হিসাব সহকারী অনুপ শীল ও মাঠ সংগঠক সোনিয়া খাতুন। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের ১০০কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version