জামাল উদ্দিন কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীর উদ্দেশ্যে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার সময় জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে দাখিল পরীক্ষার্থীর ২৮ জন ছাত্র ছাত্রী জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলায়ত করেন হাফেজ মিয়ারাজ হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, অত্র মাদ্রাসার সদস্য সচিব আলহাজ্ব আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী। এছাড়া অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজ আল কাদেরী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইব্রাহিম হোসেন, মোস্তাফিজুর রহমান, সিদ্দিকুল ইসলাম, ইয়াছিন আলী, আল মামুন। এছাড়া অভিভাবক ও অভিভাবিকা গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যতে তিনি বলেন পরিক্ষার দিন সকালে ছাত্র ছাত্রীদের পিতা মাতার কদমমুসী করে পরিক্ষার হলে যেতে পরামর্শ দিয়েছেন। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মহাসিন রেজা মুন্না।