জুন ১, ২০২২
কৃষ্ণনগরে এক বিদ্যালয়ের গাছকাটাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের কৃষ্ণনগরে নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে গাছকাটা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) দুপুরে স্বয়ং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন ঐ বিদ্যালয়টি পরিদর্শন করে এই অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আঙিনায় অবস্থিত ফল ও ছায়াদানকারী বিভিন্ন প্রজাতির গাছ নিয়ম বহির্ভুত ভাবে বিক্রয় করে দিয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ে পরিদর্শন কালে মাত্র একজন সহকারী শিক্ষক ও একজন কর্মচারী ছাড়া আর কাহ কেউ দেখা পাননি ইউপি চেয়ারম্যানের নেতৃত্বাধীন পরিদর্শকদলটি। এসময় ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন শিক্ষক হাজিরা খাতায় সাক্ষর চেক করলে দেখেন যে, প্রায় সব শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে কোন দায়িত্ব পালন না করে নিয়মছাড়াই বিদ্যালয় ত্যাগ করেন। যার ফলে এ বিদ্যালয়ের ফলাফল সহ শিক্ষার পরিবেশ নিয়েও চিন্তিত শিক্ষার্থী, অভিভাবক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। 8,597,291 total views, 5,170 views today |
|
|
|