জুন ৮, ২০২২
কালিগঞ্জ কাস্টম অফিসে ফের সিন্ডিকেটের কবলে ৮ টি গরু: নিলাম স্থগিত
নিজস্ব প্রতিনিধি: বিজিবি’র হাতে আটক ৮টি ভারতীয় গরু সিন্ডিকেটের কবলে পড়ে কাস্টমস কর্মকর্তারা নিলাম স্থগিত করতে বাধ্য হয়েছে। কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর কাস্টমস অফিসে বুধবার (৮ জুন) বেলা সাড়ে ৩ টার দিকে সিন্ডিকেটের কবলে পড়লে নিলাম স্থগিত করা হয়। সরেজমিন কাস্টমস অফিসে গেলে দেখা যায়, বিজিবির হাতে আটক কাস্টমসে জমা করা ৮টি গরু প্রকাশ্য নিলামের জন্য এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। নিলামে ৬৯জন অংশগ্রহণকারী ২০% জামানত হিসেবে ১ লক্ষ টাকা করে জমা দেয়। পরে এলাকার একদল ক্যাডার বাহিনী ভয় দেখিয়ে ডাকে অংশগ্রহণ না করার জন্য ৮ টি গরু ২লক্ষ টাকায় চারজন নিলামে অংশগ্রহণ করলেও বাকিরা ভয়ে নিশ্চুপ থাকে। এরপর সাতক্ষীরা কাস্টমস ইন্সপেক্টর নাজমুল ইসলাম নিলাম স্থগিত ঘোষণা করেন। তিনদিন আগে অনুরূপ নিলামে সিন্ডিকেটের কারণে স্থগিত হয়ে যায়। এই সিন্ডিকেটের কারণে সরকার প্রতিবছর কালিগঞ্জের বসন্তপুর কাস্টমস অফিস হতে লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী কাস্টমস কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, বিজিবি’র নায়েব সুবেদার আমানত, থানার উপ-পরিদর্শক খবির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 8,594,786 total views, 2,665 views today |
|
|
|