জুন ১০, ২০২২
কালিগঞ্জে যৌতুকের দাবিতে কলেজ ছাত্রী হাঁসি হত্যা স্বামী, শ্বাশুড়ি ও ননদের নামে মামলা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের গৃহবধু অনার্স পড়–য়া কলেজ ছাত্রী শাহীনা রাসুল হাঁসিকে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা ফাতেমা খাতুন বাদি হয়ে জামাতা মাসুদুর রহমান হাসান, নিহতের ননদ স্কুল শিক্ষিকা মুর্শিদা খানম ও নিহতের শাশুড়ি মনোয়ারা খাতুনকে আসামী করা হয়েছে। পুলিশ নিহতের স্বামী মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
নিহত শাহীনা রাসুল হাঁসি (২০) কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাসুদুর রহমান হাসানের স্ত্রী ও একই উপজেলার চাঁচাই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। চাঁচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিষ্ণুপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী মুর্শিদা খানম জানান, তার বাবা মোবারক আলী একজন মুক্তিযোদ্ধা। তার বাড়ি থেকে ৫০ গজ দূরে দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহি একটি পুরাতন কালীমন্দির রয়েছে। তার বাড়ির পাশে জমি কিনে নব নির্বাচিত ইউপি সদস্য ফারজানা আক্তার সেখানে মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে এলাকায় সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট হতে পারে এমন আশঙ্কার কথা বলায় ওই ইউপি সদস্য ও তার স্বামী সাতক্ষীরা ট্রেজারী অফিসের কর্মী শওকত হোসেন ক্ষুন্ন হন। নিহতের পরিবারের পক্ষে ওই ইউপি সদস্য ও তার স্বামী মামলার তদ্বিরকারক হয়ে মৃতের ভাই ফয়সাল আহম্মেদ এর অভিযোগ পরিবর্তণ করে মা ফতেমাকে দিয়ে বাবার নাম পরিবর্তণ করে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। যদিও ইউপি সদস্য ফারজানা খাতুন এ অভিযোগ অস্বীকার করেছেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান বাবু জানান, কলেজ ছাত্রী শাহীনা রাসুল হাঁসিকে হত্যার অভিযোগে তার মা ফতেমা খাতুন বাদি হয়ে নিহতের স্বামী, ননদ ও শ্বাশুড়িকে আসামী করে ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় শুক্রবার থানায় মামলা (১৪নং) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান হাসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
8,594,535 total views, 2,414 views today |
|
|
|