জুন ৮, ২০২২
কালিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভ ধারণ প্রতিরোধে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালক রওশন আরা জামান। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক (সার্বিক) গাজী বশির আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুল গফুর, উপজেলা কাজী সমিতির সভাপতি শেখ মহিবুল্যাহসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,594,580 total views, 2,459 views today |
|
|
|