নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে ক্রিশ্চিয়ান এইড’র অর্থায়নে,নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় ও মিশন মহিলা উন্নয়ন সংস্থা ( চঅজ) প্রকল্পের অধীনে এ উঠান বৈঠকে পিছিয়ে পড়া জনগোষ্ঠি স্বক্রিয় অংশগ্রহণ করে।
উঠান বৈঠকে আবহাওয়া,জলবায়ু ,দুর্যোগ কি, দুর্যোগের কারন, প্রভাব,দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ কালীন সময়ে করনীয়, দুর্যোগের পরবর্তীতে করনীয়, অভিজোযন, প্রশমন ইত্যাদি বিষয়কে সামনে নিয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র উদ্যোগে নারী প্রধান ৪০ পরিবারকে উন্নতমানের কাপড়ের মাক্স’র প্যাকেট বিতরণ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/