জুন ১০, ২০২২
কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা মঞ্চস্থ
নিজস্ব প্রতিনিধি: হারিয়ে যেতে বসা বাংলা সংস্কৃতির প্রাণ যাত্রাপালাকে পূণঃরুজ্জীবিত করতে কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যাত্রা পালা “স্বামীর চিতা জ্বলছে”। বৃহস্পতিবার রাত ১০টায় কালীগঞ্জ ব্রিজের নীচে সার্বজনীন দুর্গাপূজা মÐপের সামনে এ যাত্রাপালা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ঠ নাট্যকার নির্মল মুখোপাধ্যায় রচিত “স্বামীর চিতা জ্বলছে” যাত্রাপালায় প্রধান ভূমিকায় অভিনয় করেন কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আবদুর রহমান ও সংগঠণের সাধারণ সম্পাদক বাপি ঘোষ। যাত্রাপালা উপভোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুব মহিলালীগের সভানেত্রী ফতেমা আক্তার রিক্তা, কৃষ্ণনগর মহিলা যুবলীগের সভানেত্রী শ্যামলী রানী অধিকারী, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, ইউপি সদস্য আবু মুসা, জাতীয় শ্রমিকলীগের কালিগঞ্জ শাখার সভাপতি শেখ শাহজালাল, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওসমান খান, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আবদুর রহমান। গভীর রাত পর্যন্ত বহু মানুষ যাত্রাপালা উপভোগ করে।
8,594,714 total views, 2,593 views today |
|
|
|