নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সরকারি পেরিফেরিভুক্ত খাস সম্পত্তির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের নেতৃত্বে বুধবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের নাজিমগঞ্জ হাট-বাজারের এ অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বসন্তপুর ভূমি অফিসের অফিস সহায়ক শহীদ হোসেন, গ্রাম পুলিশ শওকাত আলী প্রমুখ।
জানা যায়, কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ হাট-বাজারে পেরিফেরিভুক্ত ১ নং খাস সম্পত্তিতে আলেয়া বেগম নামের এক নারী অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করে। মৌখিক ভাবে তাকে নিষেধ করেন বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার। পরবর্তীতে সম্পত্তিতে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
তবে এসবের তোয়াক্কা না করে ওই নারী সরকারি নোটিশটি ছিড়ে ফেলে পুনরায় নির্মাণ কাজ শুরু করে।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের নির্দেশে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান জানান, বিষয়টি আমি অবগত। গত মাসের ২৯ তারিখ দখলকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করতে থানায় পাঠানো হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।