Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ টি পদে অর্ধকোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি: প্রধান শিক্ষকসহ ৬ টি পদে কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অর্ধকোটি টাকার পাতানো নিয়োগ বন্ধ করতে জেলা প্রশাসক এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাতানো নিয়োগ বাণিজ্য ও নিয়োগ পরীক্ষা স্থগিত এর জন্য অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ খালিদ হোসেন বুধবার (৮ জুন) এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র ও অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ইলিয়াস হোসেন, কিংকর সরকারসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এ ৬ টি পদে ৩৯ জন প্রার্থী আবেদন করেছেন।

এর মধ্যে প্রধান শিক্ষক পদে ৫ জন, সহকারী প্রধান শিক্ষক পদে ২১জন, কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৫ জন, পরিচ্ছন্ন কর্মী পদে ৩ জন, নিরাপত্তা প্রহরী পদে ৪ জন এবং আয়া পদে ৫ জন নিয়ে মোট ৩৯ জন প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন। তবে এই পাতানো নিয়োগ পরীক্ষায় অত্র স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি এবং তার নিকটাত্মীয় অত্র স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বর্তমানে ওই স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোসলেম উদ্দিন ম্যানেজিং কমিটির মিটিং ডেকে সই করিয়ে গোপনে রেজুলেশন করে পরস্পর যোগসাজশে আগে থেকে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৬ টি পদে অর্ধকোটি টাকা নিয়ে সব ঠিকঠাক করে রাখার অভিযোগ পাওয়া যায় ।

এখন শুধু লোক দেখানো পাতানো নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে আনুষ্ঠানিকতা শেষ করবে বলে এলাকার অভিভাবক ও সুধী মহলের ধারণা। বিষয়টি নিয়ে এলাকার সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এছাড়া নিয়োগ প্রার্থীদের চিঠি বিলি করার জন্য অত্র স্কুলে পিয়ন থাকলেও তাকে দিয়ে চিঠি বিলি না করে নিয়োগ প্রার্থী মনিরুল ইসলামকে দিয়ে চিঠি বিলি করানো হচ্ছে বলে অভিযোগ অভিভাবক সদস্যদের।
ঘটনার বিষয়ে ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোসলেম উদ্দিনের কাছে ফোন দিলেও সেটি রিসিভ হয়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version