নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে কাকডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা মজূমদার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬ পিচ স্বর্ণের বারসহ এক আসামি কে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার কেঁড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুজ্জামান (৪৫)। উপজেলার কাকডাঙ্গা বিওপির সূত্র জানায়, আসামী কামরুজ্জামান একটি ভাঙ্গা বাই সাইকেল চালিয়ে সীমান্তে সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছে এমন সংবাদে কাকাডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তার দেহ তল্লাশী করে ৮১৯ গ্রাম ওজনের ০৬টি সোনার বার জব্দ করে। যার বাজার মূল্য ৭০,৪৩,৪০০/-(সত্তর লক্ষ তেতাল্লিশ হাজার চারশত) ।
চোরাচালানী আটকসহ স্বর্ণের জব্দ করার বিষয়টি লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।