জুন ৩, ২০২২
কলারোয়ায় ঢাকাগামী পরিবহন থেকে ফেনসিডিল উদ্ধার, আটক-২
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচ হানিফ পরিবহন থেকে বৃহস্পতিবার রাত ৯ টার সময় কলারোয়ার বাস কাউন্টার থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুই জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন গাড়ীর হেলফার সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরা (ঘোষপাড়ার) মৃত সামছুল ইসলামের পুত্র খায়রুল ইসলাম(২৬) ও ঐ গাড়ীর ড্রাইভার একই জেলার রসূলপুর গ্রামের হযরত আলীর পুত্র কুরবান আলী সরদার(৪৫)। কলারোয়া থানার এস,আই রঞ্জন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাতক্ষীরা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি নৈশ কোচে ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধার নের্তৃত্বে পুলিশ সদস্যদেরেকে নিয়ে অভিযান চালানোর উদ্দেশ্যে কলারোয়ার পরিবহন কাউন্টারে দাড়িয়ে থাকেন। হানিফ পরিবহন আসা মাত্র সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদেরকে দেখে আসামী খায়রুল হাতে থাকা একটি কাল রঙের ব্যাগ নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দৌড়ানোর চেষ্টাকালে এএসআই নাসিরউদ্দীন তাকে ব্যাগসহ আটক করে। পরে সকলের উপস্থিতেতে উক্ত ব্যাগ খুলে দেখা যায় সেখানে ২০ বোতল ফেনসিডিল আছে। এবং সে স্বীকার করে এই মাল গুলো ড্রাইভারের কথামত সে বহন করে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার এস,আই মাসুদ হোসেন বাদী হয়ে একটি মাদক আইনে মামলা করেছেন এবং আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 8,583,143 total views, 10,913 views today |
|
|
|