Site icon suprovatsatkhira.com

কলারোয়ার শিক্ষার্থী ঋতু বাঁচতে চায়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সিংগা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী ঋতু দূরারোগ্য ব্যাধির সাথে লড়াই করে বেঁচে থেকে পড়াশুনা করতে চাই। শৈশবকালের শুরুতেই তার সকল স্বপ্ন অন্ধকারে ঢেকে যেতে বসেছে আজ দুরারোগ ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে। সে নিজেও জানতো না শরীরের একটি ছোট্ট টিউমার অপারেশনে সুস্থ না হয়ে, আরো মারাত্মক রোগে আক্রান্ত হবে। কিশোরী ঋতু (৯ বঃ) উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের আদর্শ কৃষক কবিরুল ইসলামের মেয়ে। মাতা রেশমা বেগমের আদরের কন্যা ঋতু আজ স্কুলের বন্ধুদের সাথে খেলাধুলা না করে, পড়াশুনার টেবিলে না থেকে জীবন যুদ্ধে ঢাকাস্থ বেসরকারী ডেলটা হাসপাতালে অভিক্ষ ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা বেগমের পরামর্শে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। সফট ট্যিসু ক্যানসারে আক্রান্ত কোমলমতি শিশুর শারীরির অবস্থা প্রাথমিক পর্যায়ে থাকায় সঠিক চিকিৎসা সেবা গ্রহন করতে পারলে বিশেষজ্ঞ ডাক্তার আশার আলো দেখছেন।

আক্রান্ত শিশুর পিতা কৃষক কবিরুল ইসলাম বসতভিটা সংলগ্ন কিছু জমি চাষ করে, আর অপরের জমিতে দিনমজুর খেটে ৫ জন পরিবারের সদস্য নিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘ এক(১) মাস যাবৎ মেয়ের চিকিৎসা দিতে সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে। কিভাবে ফুটফুটে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা খরচ মিটিয়ে দিনাতিপাত করবেন সেটাই এখন তার ভাবনা! ইতোমধ্যে সিংগা হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা, এলাকার শুভাকাঙ্খী ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সাহায্যে মেয়ের চিকিৎসা খরচ চালাতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দূরারোগ্য রোগ থেকে মুক্তি পেতে আক্রান্ত মেয়ের খুব শীঘ্র কেমোথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আল্লাহ তায়ালার অশেষ রহমতে মেয়েকে সুস্থ করতে তিনি আজ দেশ- বিদেশের সকল মানবদরদী স্ব-হৃদয়বান ব্যক্তিদের সহযোগীতা কামনা করেছেন। মানবিক সেবায় নিয়োজিত ব্যক্তিদের আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় রুপালী ব্যাংক, কলারোয়া শাখা, হিসাব নং-১৩৪৬২ তে আর্থিক সাহায্য দেয়ার জন্য আকুতি জানিয়েছেন। এ ছাড়া তিনি মোবাঃ নং- ০১৭৩৭৩৯৭১০৩ ও ০১৭৩৩৮০৫৪২৮ এ রোগীর শারীরিক অবস্থা জানতে সবিনয় অনুরোধ জানিয়েছেন। অসহায় বিপদগ্রস্থ পিতা কবিরুল ইসলাম অসুস্থ মেয়ের সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version