Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ পালিত হয়েছে।
রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে ‘মাদক সেবন রোধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, নারী নেত্রী ইভা তরফদার। এসময় উপস্থিত ছিলেন পিআইও সোহাগ খান, সাংবাদিক সমীর রায়, আকাশ হোসেন, লিংকন আসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও নারী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- মাদকদ্রব্য রোধে প্রত্যেক পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ধর্মীয় মূল্যবোধে শিশু-কিশোরদের মানুষ করতে হবে। পাচারকারীরা বিদেশে নানা ধরণের কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে নারী-শিশুদের পাচার করে থাকে। তাই কারও প্রলোভনে পড়ার আগে বারবার সতর্ক হওয়া প্রয়োজন। বিদেশ যেতে হলে সরকারি এজেন্সির সাথে যোগাযোগ করে তবেই বিদেশে যাওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহŸান জানানো হয়। সভাশেষে উপজেলা পরিষদ চত্বরে আশাশুনিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version