জুন ১৪, ২০২২
আশাশুনিতে মাদকদ্রব্যের অপব্যাবহার রোধে কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আশাশুনিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। প্রধান আলোচক ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ পরিচালক মাশরুবা ফেরদৌস। কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ। কর্মশালায় মাদকের অপব্যবহারের কারণ, প্রতিকার ও প্রতিরোধে করনীয়তা এবং সরকারি আইন ও আইনের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সাথে সাথে সামাজিক আন্দোলন গড়ে তুলে কিভাবে সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধ করা যায় এবং প্রতিরোধের জন্য সামাজিক নেতৃত্ব গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 8,608,107 total views, 15,986 views today |
|
|
|