Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা (বালিকা) এর ফাইনালে পূর্ব কামালকাটি প্রাথমিক বিদ্যালয় ও যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় পূর্ব কামালকাটি ২-০ গোলে যদুয়ারডাঙ্গা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পূর্ব কামালকাটি দলের পাপিয়া খাতুন।

বুধহাটা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় ও জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় বুধহাটা পূর্বপাড়া দল ১-০ গোলে জামালনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে বুধহাটা দলের ইসমাইল হোসেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ মÐল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদার, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান প্রমুখ।
খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার্স আপ দল সহ সহযোগিতাকারী শিক্ষকদের পুরস্কৃত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version