Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে দলিল লেখক ও নকল নবিশদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সাব-রেজিস্টার অফিসের সকল লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ও নকল নবিশদের কাজের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও নৈতিকতা, জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আশাশুনি সাব-রেজিস্টারের কার্যালয় সাব-রেজিস্টার কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলার সাব-রেজিস্টার মো. ইমরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ও জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল হাফিজ।
দিনব্যাপী কর্মাশালায় আর ও আর, রেকর্ড সংশোধন, নামজারী, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ ও সম্পত্তির সর্ব নিম্ন বাজার মূল্য ২০১০ এর আইনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে ৪৭ জন দলিল লেখক ও ২১ জন নকল নবিশ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে সকল প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version