সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও অভ্যন্তরীণ অভিবাসন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস, জার্মানির আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ’র খুলনা অঞ্চলের ইন্টিগ্রেটেড আইডিআরআর প্রকল্প এ বৈঠকের আয়োজন করে।
স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রকল্প এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও মিডিয়া প্রতিনিধিদের অংশগ্রহণে বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।
প্রকল্পের ফিল্ড অফিসার আলোইসিয়াস গাইনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার রাজিবুল হাসান, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম,কারিতাসের ডিএম তাপস সরকার, আইডিআরআর প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর পবিত্র কুমার মÐল, মিল কো-অর্ডিনেটর মেহেদী হাসান খান প্রমুখ।
বৈঠকে উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা ও সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে কী কী পদক্ষেপ তুলে ধরা উচিত সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ বাস্তচ্যুত পরিবারের শিশুদের শিক্ষা সহায়তার জন্য নগদ আর্থিক অর্থ প্রদান করা হয়।