নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কোভিট’১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের হতদরিদ্র সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশাশুনিতে কোভিট এ ক্ষতিগ্রস্ত সদস্যদের সল্প লাভে ঋণ বিতরণের জন্য সরকার ৫১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক ২৩ জন হতদরিদ্রদের মাঝে ইতিপূর্বে ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে।
সোম ও মঙ্গলবার ৯ জনের মাঝে বাকী ১৭ লক্ষ টাকার চেক ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, দারিদ্র্য বিমোচন কর্মূকর্তা বিএম ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সবশেষ ঋণ গ্রহিতা বড়দল বাজারের সিংহ জুয়েলার্সের স্বত্তাধিকারী স্বপন কুমার সিংহের হাতে ঋণের চেক প্রদান করা হয়।