সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপী ১ম সারির সুপারভাইজার প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করে কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান।
বক্তব্য রাখেন- স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারী মোক্তারুজ্জামান স্বপন, সিনি. স্টাফ নার্স হাসিনা খাতুন প্রমুখ। প্রশিক্ষন প্রদান করেন আরএমও ডা. দীপন বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।
প্রশিক্ষনে উপস্থিত স্বাস্থ্যকর্র্মীরা স্বাস্থ্যসেবা দানকালে বিভিন্নভাবে হেনস্তার শিকার হন বলে হাসপাতালের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে অবহিত করেন। কর্মকর্তারা তৃনমূল পর্যায়ে নির্বিঘেœ স্বাস্থসেবা প্রদানে যেসব সহযোগীতা প্রয়োজন সব করবেন বলে স্বাস্থ্যকর্মীদের আশ্বস্ত করেন।