জুন ১৪, ২০২২
শ্রমিকদের ভালোবাসার ভোটে সভাপতি নির্বাচিত হলেন মো. আনারুল ইসলাম
![]() নিজস্ব প্রতিবেদক : ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-২০২২ এর নির্বাচনে শ্রমিকদের ভালোবাসায় বিপুল ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনারুল ইসলাম। এবারের নির্বাচনে তিনি চেয়ার প্রতীকে ৬৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সকল অপশক্তিকে রুখে দিয়ে গত শনিবার ভোমরা স্থলবন্দরের ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) ২০২২ সালের সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মো. আনারুল ইসলাম এর আগে ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সততা নিষ্ঠা ও কৃতিত্বের সাথে দীর্ঘ ২০ বছর ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র জানায়, বিগত ২০১৮ সালের নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে তাকে ভোটে পরাজিত করা হয়। তবে এবারের নির্বাচনে কোন পরাশক্তি তাকে প্রতিহত করতে পারেনি। এবারের নির্বাচনের বিষয়ে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) এর অধিকাংশ শ্রমিকরা জানান, ‘ভোমরায় “মাথাচাটা” বাহিনীর পরাজয় হয়েছে। ওই “মাথাচাটা” বাহিনী যাতে আর ভোমরা বন্দরে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেদিকে আমরা শ্রমিকরা লক্ষ রাখবো। আর যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে বা পায়তারা চালায় আমরা তার দাতভাঙা জবাব দেবো’। এ বিষয়ে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) এর নব নির্বাচিত সভাপতি মো. আনারুল ইসলাম জানান, ‘আমি আমার জীবনের সবটুকু সময় শ্রমিকদের জন্য ব্যয় করেছি। শ্রমিক ভাইয়েরা আমাকে ভালোবাসে। আমি তাদের ভালোবাসায় সিক্ত। ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) এর শ্রমিক ভাইয়েরা বিগত ২০ বছর আমার সাথে ছিল তাই আমি সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করতে পেরেছিলাম। কিছু অপশক্তির কাছে বিগত ২০১৮ সালের নির্বাচনে আমি পরাজিত হই। তবে এবার সকল শ্রমিক ভাইয়েরা আমার সাথে কাধে কাধ মিলিয়ে সকল অপশক্তিতে প্রতিহত করেছে’। তিনি আরো জানান, ‘শ্রমিক ভাইয়েরা আমাকে আবারো সেই গুরুত্বপূর্ণ স্থানে দাঁড় করিয়েছেন। আমি তাদের আশা-আকাঙ্খাসহ সকল দাবি আদায়ে সোচ্চার ভূমিকা রাখবো ইনশাআল্লা। ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) কে আবারো পুনরুজ্জিবীত করে শ্রমিক ভাইদের সাথে মিলে মিশে এই শ্রমিক ইউনিয়ন তথা ভোমরা স্থালবন্দরকে আমরা গতিশীল করবো’। 9,114,809 total views, 1,773 views today |
|
|
|