জুন ৯, ২০২২
শ্যামনগরের কৈখালীতে ডাম্পার উল্টে এক যুবকের মৃত্যু
![]() নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ের পরিষদ ও এস,আর হাই স্কুল সংলগ্নে অবৈধ্য মাটির ডাম্পারের নিচে পড়ে ড্রাইভার মোঃ নাজমুল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত জব্বার মোল্যার পুত্র। সরজমিনে যায়, আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে নাজমুল ডাম্পার নিয়ে প্রতিদিনের ন্যায় মাটি আনতে যাওয়ার পথি মধ্যে এস,আর, হাই স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে ডাম্পার নিয়ন্ত্রণ হয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় ড্রাইভার নাজমুল ডাম্পারের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করে। বিকট শব্দে এলাকাবাসী ছুটে এসে নাজমুলকে উদ্ধারের চেষ্টা করে। মাটি কেটে ডাম্পারের তল থেকে নাজমুলকে উদ্ধার করা হলেও তার মধ্যে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ও শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন। এ বিষয়ে শ্যামনগর থানার অসি (তদন্ত) বলেন, অবৈধ্য ডাম্পারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার স্থানে পুলিশ গিয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ প্রদান করা হয়। বিষয়টি আমরা তদন্ত করছি। নাজমুল মৃত্যু কালে মাতা, স্ত্রী, ছোট ভাই, স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নাজমুলের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 9,123,691 total views, 10,655 views today |
|
|
|