জুন ২৫, ২০২২
রেভাঃ পল মুন্সী’র স্মরণে সিএসএস’র ফ্রী চিকিৎসা ক্যাম্প
![]() তালা প্রতিনিধি : বাংলাদেশের জনকল্যানব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা- খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভাঃ পল মুন্সী’র স্মরণে ডুমুরিয়া উপজেলার সিএসএস এমএফপি চুকনগর ব্রাঞ্চের কর্ম এলাকার ২০০জন দরীদ্র, অবহেলিত মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সিএসএস’র উদ্যোগে এবং খুলনা জোনের আওতাধিন সিএসএস চুকনগর অফিস ভবন প্রাঙ্গনে শনিবার (২৫ জুন) সকালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পের নেতৃত্ব দেন, বিশিষ্ট নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. ফতেমা-তুজ-জোহরা। চিকিৎসা সেবা ক্যাম্পে অন্যান্যের মধ্যে সিএসএস তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহবুদ্দীন, শিক্ষক লাল মোহন কর্মকার, তালা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার নরোত্তম সরকার ও চুকনগর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম সহ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। ক্যাম্প থেকে এলাকার ২ শতাধিক নারী ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। 5,019,592 total views, 1,135 views today |
|
|
|