Site icon suprovatsatkhira.com

যৌতুকের দাবিতে গর্ভবতী গৃহবধূকে মারপিটের অভিযোগ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর ভাই উত্তর আটুলিয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মিয়ারাজ হোসেন। তিনি লিখিত অভিযোগে জানান, তার বোন জরিনা খাতুনের সাথে বাদুড়িয়া গ্রামের সাদেক মালীর পুত্র রায়সুল মালীর সরকারি ও ইসলামি শরিয়ত মোতাবেক সামাজিক ভাবে বিবাহ সম্পন্ন হয়।

রায়সুল মালী দীর্ঘদিন থেকে যৌতুক দাবি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত ১৬ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে মটরসাইকেল কেনার জন্য যৌতুক দাবি করে গর্ভবতী জরিনা খাতুনকে ব্যাপক মারপিট করে স্বামী রায়সুল ও শ্বশুর সাদেক মালী। এ ঘটনায় মিয়ারাজ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তাকেও খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে শ্যামনগর সরকারি স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version