জুন ৪, ২০২২
ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের পক্ষ থেকে পরিচালনা কমিটির নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের পরিচালনা কমিটির নতুন সভাপতি হয়েছেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। গত-ইং-০২/০৬/২০২২ তারিখে জাতীয় বিশ^বিদ্যালয়’র কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা কর্তৃক স্বাক্ষরিত ৫৪৩৫৬ নং স্বারকে সাতক্ষীরার ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের পরিচালনা কমিটির সভাপতি করে নতুন পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক মিলনায়তনে নব-গঠিত কমিটির সভাপতি নাজনীন আরা নাজুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশে^রুল হক জ্যোতিসহ কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। নব-গঠিত পরিচালনা কমিটির সভাপতি নাজনীন আরা নাজু সংশ্লিষ্টদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমি নিরলস পরিশ্রম ও প্রচেষ্টার মধ্য দিয়ে এই কলেজের সার্বিক উন্নয়ন করতে চাই। ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের সভাপতি হিসেবে কলেজের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করব। ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সকলের কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী নাজনীন আরা নাজু। সমাজের উন্নয়নের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণসহ আত্মমানবতার সেবায় বহু সমাজ সেবামূলক কর্মকান্ডে বড় অবদান রেখে চলেছেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। 9,111,181 total views, 15,320 views today |
|
|
|