নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় নদী মাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপারিঘাট ব্রিজ সংলগ্ন বেতনা নদীর তীরে দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে এলাকার সর্বস্তরের মানুষকে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, সংগীত শিক্ষক শহিদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, আব্দুল মান্নান, নির্মল কুমার প্রমুখ। এসময় অত্র এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন এবং উৎসবমুখর এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।