জুন ২২, ২০২২
বুড়িগোয়ালিনীতে রেনুপোনা উদ্ধার পরে খোলপেটুয়ায় অবমুক্ত
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে কুড়ি হাজার রেনু পোনা উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ। বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ খান শরিফুল ইসলামের নেতৃত্বে বুধবার সকালে অভিযান চালিয়ে এ রেণুপোনা উদ্ধার করা হয়। পরে তা খোলপেটুয়া নদীতে অবমুক্ত করে পুলিশ। নৌ-পুলিশের এস আই নাজমুল হক জানান, ‘নদীতে সকল ধরনের মাছ কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষেধ থাকলেও কিছু অসাধু জেলে নৌ-পুলিশের নজর এড়িয়ে রেনু পোনা সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল দশটায় খোলপটুয়া নদীতে অভিযান চালিয়ে কুড়ি হাজার গলদা রেণুপোনা উদ্ধার করা সম্ভব হয়েছে’। তবে কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা জানাতে চাইলে নৌ পুলিশের এস আই নাজমুল বলেন, ‘নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে চলে যান রেনু সংগ্রহকারী। তবে উদ্ধারকৃত রেণুপোনা সকাল ১১ টায় বুড়িগোয়ালিনী নৌ থানা সংলগ্ন খোলপেটুয়া নদীতে স্থানীয়দের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে’। 8,604,378 total views, 12,257 views today |
|
|
|