জুন ১৯, ২০২২
বাঁচার আকুতি সপ্তম শ্রেনীর ছাত্রী রাবেয়ার
![]() আব্দুস সালাম: বাঁচার আকুতি সপ্তম শ্রেনীর ছাত্রী রাবেয়া সুলতানার। সে দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যধিতে ভূগছে।তার ডান পাশের মাজার হাড় এবং বাটি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক। সাতক্ষীরা সদরের নিউ মার্কেটস্ত পৌর সভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলাম গাজী এবং মর্জিনা খাতুনের এক মাত্র কন্যা রাবেয়া সুলতানা। রাবেয়া একজন অসহায় ও দিনমজুর গরীব পরিবারের মেয়ে।তার বাবা দিন মজুর কাজ করে এবং মা গৃহিনী। রাবেয়ার সুলতানার অস্ত্রপচার খুবই জরুরী ।সে সাতক্ষীরা সদরের পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। এ বিষয় রাবেয়া সুলতানা এ প্রতিবেদককে অশ্রু কণ্ঠে বলেন, আমি সকলের মত বাঁচতে চাই আমার ও বাঁচার অধিকার আছে। আমার অনেক আশা ছিল আমি বড় হয়ে একজন নার্স হবো এবং মানুষের সেবা করব।কিন্তু এ দুরারোগ্য ব্যাধির কারণে আমার সেই আশা ভেঙ্গে যাচ্ছে । এখন ১২ বছর বয়সী রাবেয়া সুলতানা সাতক্ষীরা সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে এভাবে জ্বালা যন্ত্রনায় কাতরাচ্ছে। কিন্তু টাকার অভাবে তার অপারেশন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। সাহায্য পাঠানোর ঠিকানাঃ জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখা মর্জিনা খাতুন হিসাব নাম্বার ৭৬৯৬ বিকাশ পার্সোনাল ৯১৪০৭১৫৪২৯৫ । এ বিষয় রাবেয়ার পরিবার সমাজের বৃত্তবানদের কাছে রাবেয়া সুলতানার সুচিকিৎসা, অপারেশন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহŸান জানিয়েছেন।
9,115,192 total views, 2,156 views today |
|
|
|