জুন ১৯, ২০২২
নদীতে মাছ ধরা নিয়ে গাবুরায় সংঘর্ষ
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে কপোতাক্ষ নদীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে নদীতে অবৈধ নেটজালে রেনু পোনা ধরাকে কেন্দ্র করে পার্শ্বেমারী ও নাপিতখালী এলাকায় দুই জনপ্রতিনিধির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্বেমারী গ্রামের আব্দুল হান্নান মোল্লার ছেলে কবির হোসেন ও একই গ্রামের ওম্বুর সরদারের ছেলে আব্দুল হালিম কপোতাক্ষ নদীতে রেনু পোনা মাছ ধরতে যায়। নদীতে মাছ ধরার জায়গা নির্ধারণ নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়। উত্তেজিত হয়ে বাড়িতে ফেরেন দুইজন। কবির হোসেন গাবুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ইব্রাহিম খলিলের সমর্থক। অন্যদিকে, আব্দুল হালিম বর্তমান মেম্বর মশিউর রহমানের সমর্থক। নদীতে দুইজনের ঝগড়ার ঘটনায় গ্রামের মধ্যে দুই মেম্বর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের কমপক্ষে ১৭ জন আহত হয়। এদের মধ্যে ১জন নারীও রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। উভয়পক্ষ এখন হাসপাতালে চিকিৎসার কাজে ব্যস্ত। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 8,604,216 total views, 12,095 views today |
|
|
|