জুন ১৬, ২০২২
দেবহাটায় সাম্প্রদায়িক স¤প্রীতি ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সাম্প্রদায়িক স¤প্রীতি ও গুজব প্রতিরোধে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দেবহাটা সরকারী বি.বি.এম.পি. ইনস্টিটিউশন মাঠে গনযোগাযোগ অধিদপ্তরম তথ্য ও স¤প্রচার মন্ত্রাণালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা থানার ওসি তদন্ত তুহিনুজ্জামান, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারী বি.বি.এম.পি. ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান সহ বিভিন্ন এলাকার মহিলাগন। জেলা তথ্য অফিসের এনাউনস মনিরুজ্জামানের সঞ্চলনায় সা¤প্রদায়িক স¤প্রীতি ও গুজব প্রতিরোধে মুলক আলোচনা রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক। এসময় সমাজের বিভিন্ন সা¤প্রদায়িক ইস্যু, ধর্মীয় উস্কানীমূলক কর্মকান্ড, নারী ও শিশু নির্যাতন, সামাজিক সমস্যা তুলে ধরে প্রতিকারের কথা জানানো হয়। এছাড়া যেকোন ঘটনা না জেনে ভুল তথ্য প্রচার থেকে বিরত ও গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানান অনুরোধ জানানো হয়।
9,104,512 total views, 8,651 views today |
|
|
|