জুন ২৬, ২০২২
তালায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ
তালা প্রতিনিধি : তালা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন এলাকা কমান্ডার আলহাজ্ব মাষ্টার আব্দুস সোবহান বলেছেন, গত ২৫/০৩/২২ তারিখ থেকে তালা উপজেলার ১২টি ইউনিয়নের দাবীদার মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই এর জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এবং সদস্য যুদ্ধকালীন এলাকা কান্ডার সুভাষ সরকার। এছাড়া কমিটির কার্যক্রমের পর্যবেক্ষক হিসেবে তালা থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, ডেপুটি কমন্ডার এবং এবজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। এছাড়া ইউনিয়ন কমান্ডারগন সাথে থেকে সার্বিক সহযোগীতা প্রদান করছে। তিনি জানান, আমার পূর্বের ঘোষনা অনুযায়ী এবার শতভাগ স্বচ্ছ ভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করে একটি সঠিক তালিকা প্রণয়ন করা হবে। এখানে অনিয়ম বা দূর্নীতির সুযোগ হবেনা। লোকমূখে এবং গনমাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা তৈরির বিষয়ে কোনও কোনও ব্যক্তি টাকা নিয়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জেনেছি। কিন্তু তাদের সেই অপচেষ্টা কোনও অবস্থাতে সফল হবেনা। পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি বা টাকার বিনিময়ে এবার মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত হবার কোনও সুযোগ নেই বা থাকবেনা। এবিষয়টি বুঝতে পেরে একটি স্বার্থান্বেসী মহল এবারের যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা গনমাধ্যম কর্মীদের কাছে ভিত্তিহীন সংবাদ দিয়ে তাদের হীন স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হবেনা। এব্যপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত হবার জন্য কাউকে টাকা দিয়ে বা অন্য কোনও ভাবে তদ্বির করে লাভ হবেনা। আর যদি কেউ ঘুষ লেনদেন করে তবে তার দায়ভার তাদের নিতে হবে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে কমিটির পক্ষ থেকে যথাযথ কঠোর ব্যবস্থা নেয়া হবে। 8,583,873 total views, 559 views today |
|
|
|