Site icon suprovatsatkhira.com

জাতীয় হামদ-নাত প্রতিযোগীতায় দ্বিতীয় হলেন সাতক্ষীরার মুজাহিদ

ডেস্ক রিপোর্ট : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর জাতীয় পর্যায়ের হামদ-নাত প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান মুজাহিদ হুসাইন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামের মো. অয়েছকুরুনী খানের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। গত মঙ্গলবার (২১ জুন) ঢাকার সেগুন বাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের প্রতিযোগীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাতক্ষীরার কৃতি সন্তান মুজাহিদ হুসাইন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ হামদ-নাত প্রতিযোগীতায় খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হন। মুজাহিদ হুসাইন তার এই কৃতিত্বের জন্য জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version