আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : গাবুরায় কপোতাক্ষ নদীতে ক্যামেরা লাগানো একটি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। শনিবার (০৫ জুন) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে নাপিতখালী এলাকায় মোঃ হামিদ গাজীর বড় ছেলে মোঃ হারুন নদীতে মাছ ধরতে যায়। তার জালে ক্যামেরা লাগানো কচ্ছপটি ধরা পড়ে। কচ্ছপটি ধরা পড়ার পর সেটি প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার করে। গাবুরা জনসাধারণ বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান। কচ্ছপটিকে সেখান থেকে নিয়ে সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।
কবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, গাবুরা নাপিতখালী গ্রামের হারুনের জালে কচ্ছপটি আটকা পড়ে। সেখান থেকে সংবাদ পেলে আমারা উদ্ধার করে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করছি।
9,096,237 total views, 376 views today