জুন ১৭, ২০২২
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি পালিত
![]() নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক এইচ আর মুকুল ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুর নেতৃত্বে শহরের কামালনগর যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোখলেছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম হাবলু, পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা সবুজ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এসকে রুবেল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক পারভেজ রোমেল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রুমান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, যুবদলের যুগ্ম আহবায়ক আবু হাসান, পৌর যুবদলের সদস্য আজিজুল ইসলাম নান্টু, আশরাফূল ইসলাম, মোহাম্মদ মনিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহŸায়ক মোঃ কুদ্দুস, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহাসিন সরদার, যুগ্ম আহŸায়ক মাসুদুর রহমান রাজু প্রমুখ। 9,111,418 total views, 15,557 views today |
|
|
|