জুন ১৬, ২০২২
কেরালকাতার ৩ ওয়ার্ডের ৩৮০টি পরিবার পাচ্ছেন বিশুদ্ধ পানি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৩৮০টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছেন। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি মোরশেদ এর সহযোগিতায় আজ ইউনিয়নবাসী বিশুদ্ধ খাবার পানি পাবেন। সম্প্রতি কেরালকাতা ইউনিয়নের পাশে এই পানি সরবরাহ প্রকল্পটি স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে ওই ইউনিয়নের ৩,৫,৬নং ওয়ার্ডের ৩৮০টি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন ও মিটার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) সকালে কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, ইউপি সদস্য-কহিনুর বেগম, সোনিয়া লায়লা, মনোয়ারা বেগম, মুজিবুর রহমান মজু, শিমুল হোসেন, মোশারফ মোড়ল, মিজানুর রহমান, সাহাজুল সরদার, মোস্তফা কামাল, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মোতাহার রহমান উপস্থিত হয়ে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ওয়াটার টিটমেন্ট প্লান্ট এর কাজ দেখেন এবং ট্যাংকির পানি ছেড়ে দিয়ে প্রাথমিক পর্যায়ে কোন ত্রæটি আছে কি না তা পরিক্ষা করে দেখেন। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল বলেন-১কোটি ৮৯লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে ৩৮০টি পরিবারের মধ্যে সংযোগ দেয়া হয়েছে। ৩টি ওয়ার্ডে ৫০০পরিবার বিশুদ্ধ পানি পাবেন। পর্যায়ে ক্রমে আরো সংযোগ দেয়া হবে। এই টিটমেন্ট প্লান্টটি খুব শিগ্রই উদ্বোধন ঘোষনা করা হবে। 8,583,694 total views, 381 views today |
|
|
|