Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সাজানো মানববন্ধন!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের কৃষ্ণনগরে দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে মানববন্ধন করেছে মামলার বাদী সিরাজুল ইসলাম। বুধবার (৮ জুন) সকাল ১১ টায় কৃষ্ণনগর বাজারের কৃষি ব্যাংক রোডে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়ার পালিত বাহিনী মানববন্ধনে অংশগ্রহণ করে। সাংবাদিকদের মিথ্যা বানোয়াট চাঁদাবাজির মামলা দিয়ে তাদের বিরুদ্ধে মানববন্ধন করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু বলেন, ইউপি চেয়ারম্যান সাফিয়ার মামলার হাত থেকে রক্ষা পাচ্ছে না এলাকার কেউই।

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তার এক আত্মীয়কে দিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে। আবার তিনি সরকারি চাল দেওয়ার নাম করে মহিলা ও পুরুষদের ডেকে নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণ করিয়েছে। পত্রদূত পত্রিকার কৃষ্ণনগর ইউনিয়ন প্রতিনিধি শিক্ষক আফজাল হোসেন ও দৃষ্টিপাত পত্রিকার ইউনিয়ন প্রতিনিধি শিক্ষক আব্দুল মাজিদকে আমরা কখনো চাঁদাবাজি করতে দেখিনি বা শুনিনি। চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তাদেরকে চাঁদাবাজ বানানো হয়েছে। তাদের নামে কুৎসা রটানোর জন্য আজ আবার মানববন্ধন করেছে। কতটা নির্লজ্জ বেহায়া হলে এমন এমন ঘৃনীত কাজ করতে পারে একজন চেয়ারম্যান। স্থানীয় আলামিন, সোহেল মোড়ল, রবিউল ইসলাম, জামিল হোসেন বলেন সাংবাদিকদের সংবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মানববন্ধন করেছে মামলার বাদীসহ স্থানীয় স্বার্থনেষী একটি মহল। এটা কোন সভ্য সমাজের মানুষের পক্ষে সম্ভব নয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version