জুন ২১, ২০২২
কালিগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও
নিজস্ব প্রতিনিধি: ডিপিএস এর মাধ্যমে ১০ বছরে দ্বিগুণ টাকার প্রলোভনের ফাঁদে ফেলে প্রতারক শরিফুল ইসলামের মাধ্যমে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হাজার হাজার গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকরা মেয়াদ উত্তীর্ণ টাকাসহ ডিপিএস এর জমাকৃত টাকা ফেরতের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে আলমগীর সরদার বাদী হয়ে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে মঙ্গলবার( ২১ জুন) এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে তন্ন-তন্ন করে খুঁজেও কোথাও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোন অফিস খুঁজে পাওয়া যায়নি। অবশেষে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় রোডে আলমগীর হোসেনের বাড়ির নিচতলায় তালাবদ্ধ অবস্থায় সাইনবোর্ড লাগানো একটি শাখা অফিসের সন্ধান মেলে। অভিযোগ সূত্র এবং ভুক্তভোগী গ্রাহক তারালী গ্রামের সালাউদ্দিন, সিরাজুল ইসলাম, মোস্তফা গাজী, হযরত আলী, আমিরুল, আব্দুস সামাদ, আবুল কালাম ইদ্রিস আলী সরদার, রোকসানা পারভীন, আমির হামজা, নাজমা বেগম, শহর আলী, বাবু গাজী সহ এলাকার শত শত গ্রাহক সাংবাদিকদের জানান ১৫/১৬ বছর আগে তারালী গ্রামের করিম গাজীর ছেলে প্রতারক শরিফুল ইসলাম নিজেকে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল মদিনা ইসলামী বীমা প্রকল্পের কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক পরিচয় দেয়। এরপর উপজেলার খেটে খাওয়া সহজ সরল অসহায় গরীব ব্যক্তিদের ডিপিএস এর মাধ্যমে ১০ বছরে দ্বিগুণ টাকা দেওয়ার ফাঁদে ফেলে হাজার হাজার গ্রাহকের নিকট হতে বিভিন্ন অংকের টাকা এবং বাৎসরিক প্রিমিয়ামের টাকা আদায় করে আসলেও কোন গ্রাহককে অফিস দেখাননি। তাছাড়াও গ্রাহকরা জানেনা তাদের অফিস কোথায়। প্রতারক শরিফুল ইসলাম এলাকার ছেলে হওয়ায় তারা সরল বিশ্বাসে তার নিকট টাকা দিতে থাকে। বীমা বা ডিপিএস এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতারক শরিফুল ইসলামের আসল চেহারা বেরিয়ে আসে। টাকা চাইতে গেলে উল্টো গ্রাহকদের পর নেমে আসে নানা ধরনের হুমকি ধামকি। শরিফুল নিজেকে এমপি সাহেবের লোক পরিচয় দিয়ে থাকে।
অন্যদিকে গ্রাহকদের টাকা না দিয়ে তারালী বাজারের উপর আলিশান বাড়ি নির্মাণ নিয়ে গ্রাহক এবং এলাকাবাসী নানান প্রশ্ন উঠেছে। বীমা বা ডিপিএস এর মেয়াদ ৪/৫ বছর আগে উত্তীর্ণ হলেও আজও পর্যন্ত জমাকৃত টাকা ফেরত না পাওয়ায় মানবতার জীবনযাপন করছে গ্রাহকরা। 8,596,956 total views, 4,835 views today |
|
|
|