নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে পুশকৃত (অপদ্রব্য) বিপুল পরিমাণ বাগদা চিংড়ি বিনষ্ট ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদার নেতৃত্বে তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
ওই সময়ে পুশের সহায়ক উপকরণ ফিটকিরি, সিরিঞ্জ সহ পুশকৃত ৮০ কেজি বাগদা চিংড়ি জব্দসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জব্দকৃত চিংড়ি জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
একই দিন দুপুর দেড়টার দিকে উপজেলার ফুলতলা মোড়ে চিংড়ির ট্রাক লোডিংয়ের সময় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার ব্যবসায়ী রেজাউল ইসলামের ৭০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে প্রকাশ্য জনসম্মুখে সেগুলো বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, চিংড়ি আপনার রাষ্ট্রীয় সম্পদ এবং উৎকৃষ্ট ও উচ্চ পুষ্টিমাণ সম্পন্ন খাদ্য। চিংড়িতে অপদ্রব্য পুশ না করার জন্য সকল ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন তিনি।